মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৩৭৮
৩. তৃতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার রহমতের ব্যাপকতা
২৩৭৮। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলেন, আমরা নবী করীম (ﷺ)-এর সাথে এক যুদ্ধে ছিলাম। তিনি একদল লোকের নিকট গেলেন এবং বলিলেন, ইহারা কোন্ দলের লোক? তাহারা বলিল, আমরা মুসলমান। তখন একটি স্ত্রীলোক তাহার ডেগের নীচে আগুন ধরাইতেছিল, আর তাহার সাথে ছিল তাহার একটি শিশু সন্তান। যখন আগুনের একটি ফুল্কি উপরে উঠিল অমনি সে তাহার সন্তানকে দূরে সরাইল। অতঃপর সে নবী করীম (ﷺ)-এর নিকট আসিয়া বলিল, আপনিই কি রাসূলুল্লাহ্ ? তিনি বলিলেন, হ্যাঁ। তখন সে বলিল, আপনার প্রতি আমার মা-বাপ কোরবান যাক! বলুন, আল্লাহ্ কি সর্বাপেক্ষা অধিক দয়ালু নহেন ? হুযূর বলিলেন, নিশ্চয়ই। সে বলিল, তবে কি আল্লাহ্ তাঁহার বান্দাদের প্রতি মায়ের তাহার সন্তানের অপেক্ষা অধিক দয়ালু নহেন ? তিনি বলিলেন, নিশ্চয়ই। তখন সে বলিল, মা তো কখনও আপন সন্তানকে আগুনে ফেলে না! ইহা শুনিয়া রাসূলুল্লাহ্ (ﷺ) নীচের দিকে মাথা ঝুঁকাইয়া কাঁদিতে লাগিলেন। অতঃপর মাথা উঠাইয়া তাহার দিকে চাহিয়া বলিলেন, আল্লাহ্ তাহার বান্দাদের মধ্যে এমন অবাধ্য সারকাশ ব্যতীত কাহাকেও শাস্তি দেন না—যে আল্লাহ্র সাথে সারকাশী করে এবং আল্লাহ্ ব্যতীত কোন মা'বূদ নাই বলিতেও অস্বীকার করে। – ইবনে মাজাহ্
الْفَصْل الثَّالِث
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ غَزَوَاتِهِ فَمَرَّ بِقَوْمٍ فَقَالَ: «مَنِ الْقَوْمُ؟» قَالُوا: نَحْنُ الْمُسْلِمُونَ وَامْرَأَةٌ تَحْضِبُ بِقِدْرِهَا وَمَعَهَا ابْنٌ لَهَا فَإِذَا ارْتَفَعَ وَهَجٌ تَنَحَّتْ بِهِ فَأَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَنْتَ رَسُولُ اللَّهِ؟ قَالَ: «نَعَمْ» قَالَتْ: بِأَبِي أَنْتَ وَأُمِّي أَلَيْسَ اللَّهُ أَرْحَمَ الرَّاحِمِينَ؟ قَالَ: «بَلَى» قَالَتْ: أَلَيْسَ اللَّهُ أَرْحَمَ بِعِبَادِهِ مِنَ الْأُم على وَلَدهَا؟ قَالَ: «بَلَى» قَالَتْ: إِنَّ الْأُمَّ لَا تُلْقِي وَلَدَهَا فِي النَّارِ فَأَكَبَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْكِي ثُمَّ رَفَعَ رَأْسَهُ إِلَيْهَا فَقَالَ: إِنَّ اللَّهَ لَا يُعَذِّبُ مِنْ عِبَادِهِ إِلَّا الْمَارِدَ الْمُتَمَرِّدَ الَّذِي يَتَمَرَّدُ عَلَى اللَّهِ وَأَبَى أَنْ يَقُولَ: لَا إِلَهَ إِلَّا الله . رَوَاهُ ابْن مَاجَه
