মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩৭৭
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার রহমতের ব্যাপকতা
২৩৭৭। হযরত আমের রাম (রাঃ) বলেন, একদা আমরা নবী করীম (ﷺ)-এর নিকট ছিলাম, এমন সময় এক ব্যক্তি আসিয়া পৌঁছিল, যাহার গায়ে একটি চাদর ছিল এবং হাতে চাদর জড়ানো একটি জিনিস। সে বলিল, ইয়া রাসূলাল্লাহ্! আমি বনের ধার দিয়া যাইতেছিলাম। হঠাৎ উহাতে পাখী ছানার শব্দ শুনিলাম। আমি উহাদেরে লইয়া আমার কাপড়ে রাখিলাম। এ সময় উহাদের মা আসিল এবং আমার মাথার উপর ঘুরিতে লাগিল। আমি উহাদেরে খুলিয়া দিলাম, আর সে উহাদের মধ্যে পড়িল। আমি অমনি উহাদের সকলকে আমার চাদরে জড়াইয়া ফেলিলাম। উহারা এই আমার সাথে। হুযূর বলিলেনঃ উহাদেরে ছাড়িয়া দাও। আমি ছাড়িয়া দিলাম; কিন্তু উহাদের মা উহাদের ছাড়িয়া গেল না। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, ছানাদের মায়ের ছানাদের প্রতি দয়া দেখিয়া তোমরা কি আশ্চর্য বোধ করিতেছ ? কসম তাঁহার যিনি আমাকে সত্য সহকারে পাঠাইয়াছেন— নিশ্চয় আল্লাহ্ তাঁহার বান্দাদের প্রতি ছানাদের মায়ের ছানাদের প্রতি দয়া অপেক্ষাও অধিক দয়াবান। উহাদেরে লইয়া যাও এবং যেখান হইতে লইয়াছ সেখানে উহাদের মায়ের সাথে রাখিয়া দাও। সুতরাং সে উহা লইয়া গেল। – আবু দাউদ
وَعَنْ عَامِرٍ الرَّامِ قَالَ: بَيْنَا نَحْنُ عِنْدَهُ يَعْنِي عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَقْبَلَ رَجُلٌ عَلَيْهِ كِسَاءٌ وَفِي يَدِهِ شَيْءٌ قَدِ الْتَفَّ عَلَيْهِ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ مَرَرْتُ بَغِيضَةِ شَجَرٍ فَسَمِعْتُ فِيهَا أَصْوَاتَ فِرَاخِ طَائِرٍ فَأَخَذْتُهُنَّ فَوَضَعْتُهُنَّ فِي كِسَائِي فَجَاءَتْ أُمُّهُنَّ فَاسْتَدَارَتْ عَلَى رَأْسِي فَكَشَفْتُ لَهَا عَنْهُنَّ فَوَقَعَتْ عَلَيْهِنَّ فَلَفَفْتُهُنَّ بِكِسَائِي فَهُنَّ أُولَاءِ مَعِي قَالَ: «ضَعْهُنَّ» فَوَضَعْتُهُنَّ وَأَبَتْ أُمُّهُنَّ إِلَّا لُزُومَهُنَّ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أتعجبون لرحم أم الْفِرَاخ فراخها؟ فو الَّذِي بَعَثَنِي بِالْحَقِّ: لَلَّهُ أَرْحَمُ بِعِبَادِهِ مِنْ أُمِّ الْفِرَاخ بِفِرَاخِهَا ارْجِعْ بِهِنَّ حَتَّى تَضَعَهُنَّ مِنْ حَيْثُ أَخَذْتَهُنَّ وَأُمُّهُنَّ مَعَهُنَّ . فَرَجَعَ بِهِنَّ. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৩৭৭ | মুসলিম বাংলা