মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩৭৬
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার রহমতের ব্যাপকতা
২৩৭৬। হযরত আবুদ্দরদা (রাঃ) বলেন, তিনি নবী করীম (ﷺ)-কে মিম্বরে দাঁড়াইয়া ওয়ায করা কালে বলিতে শুনিয়াছেন, “আর যে আল্লাহর সমীপে দাঁড়াইবার ভয় করে, তাহার জন্য দুইটি জান্নাত রহিয়াছে।” (সূরা আররহমান, আয়াত ৪৬।) আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! যদি সে যেনা করে ও চুরি করে? হুযূর দ্বিতীয়বার বলিলেন, “আর যে আল্লাহর সমীপে দাঁড়াইবার ভয় করে, তাহার জন্য দুইটি জান্নাত রহিয়াছে।” আমি দ্বিতীয়বার বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! যদি সে যেনা করে ও চুরি করে? তিনি তৃতীয়বার বলিলেন, “আর যে আল্লাহর সমীপে দাঁড়াইবার ভয় করে, তাহার জন্য দুইটি জান্নাত রহিয়াছে।" আমি তৃতীয়বার বলিলাম, যদি সে যেনা করে ও চুরি করে, ইয়া রাসূলাল্লাহ্ ? তখন তিনি বলিলেন, হ্যাঁ, আবুদ্দরদার নাক কাটা গেলেও (অর্থাৎ, তোমার অনিচ্ছা সত্ত্বেও)। – আহমদ
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ: أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُصُّ عَلَى الْمِنْبَرِ وَهُوَ يَقُول: (ولِمنْ خافَ مقامَ رَبِّهِ جنَّتانِ)

قُلْتُ: وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ؟ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ الثَّانِيَةَ: (وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جنَّتان)

فقلتُ الثانيةَ: وإِنْ زنى وسرق؟ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ الثَّالِثَةَ: (وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ)

فَقُلْتُ الثَّالِثَةَ: وَإِنْ زَنَى وسرق؟ يَا رَسُولَ اللَّهِ قَالَ: «وَإِنْ رَغِمَ أَنْفُ أبي الدَّرْدَاء» . رَوَاهُ أَحْمد

হাদীসের ব্যাখ্যা:

ইহা দ্বারা বুঝা গেল যে, কবীরা গোনাহ্ দ্বারা মানুষ কাফের হইয়া যায় না। অবশেষে বেহেশতে যাইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৩৭৬ | মুসলিম বাংলা