মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩৭৫
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার রহমতের ব্যাপকতা
২৩৭৫। হযরত ওকবা ইবনে আমের (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে অসৎ কাজ করে অতঃপর সৎ কাজ করে, তাহার উদাহরণ সেই ব্যক্তির ন্যায়, যাহার গায়ে সংকীর্ণ বর্ম রহিয়াছে এবং তাহার গলা কষিয়া ধরিয়াছে, অতঃপর সে কোন সৎ কাজ করিল যাহাতে উহার একটি গিরা খসিয়া গেল, অতঃপর আরেকটি সৎ কাজ করিল, ফলে আরেকটি গিরা খসিয়া গেল। অবশেষে বর্ম মাটিতে পড়িয়া গেল। —শরহে সুন্নাহ্
الْفَصْل الثَّانِي
عَنْ عُقْبَةَ بْنِ

عَامِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مَثَلَ الَّذِي يعْمل السَّيئَة ثُمَّ يَعْمَلُ الْحَسَنَاتِ كَمَثَلِ رَجُلٍ كَانَتْ عَلَيْهِ دِرْعٌ ضَيِّقَةٌ قَدْ خَنَقَتْهُ ثُمَّ عَمِلَ حَسَنَةً فَانْفَكَّتْ حَلْقَةٌ ثُمَّ عَمِلَ أُخْرَى فَانْفَكَّتْ أُخْرَى حَتَّى تَخْرُجَ إِلَى الْأَرْضِ»

رَوَاهُ فِي شَرْحِ السّنة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৩৭৫ | মুসলিম বাংলা