মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৩৮০
৩. তৃতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার রহমতের ব্যাপকতা
২৩৮০। হযরত উসামা ইবনে যায়দ (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি আল্লাহর এই কালাম সম্পর্কে বলিয়াছেন — “বান্দাদের মধ্যে কেহ নিজের প্রতি অবিচার করে, তাহাদের মধ্যে কেহ ভাল মন্দ উভয় করে, আর কেহ ভালর পথে অগ্রগামী হয়" (কোরআন) এ সকলই বেহেশতে যাইবে। – বায়হাকী কিতাবুল বা’সে ওয়ানুশূরে
وَعَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ: (فَمِنْهُمْ ظَالِمٌ لِنَفْسِهِ وَمِنْهُمْ مُقْتَصِدٌ وَمِنْهُمْ سابقٌ بالخيراتَ)
قَالَ: كُلُّهُمْ فِي الْجَنَّةِ . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي كِتَابِ الْبَعْثِ وَالنُّشُورِ
قَالَ: كُلُّهُمْ فِي الْجَنَّةِ . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي كِتَابِ الْبَعْثِ وَالنُّشُورِ
