মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩৪৬
২. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্ষমা ও তাওবাহ্
২৩৪৬। হযরত মুআবিয়া (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ হিজরতের ধারা বন্ধ হইবে না, যাবৎ না তওবার দরজা বন্ধ হয়, আর তওবার দরজা বন্ধ হইবে না যাবৎ না সূর্য আপন অস্তধাম হইতে উদিত হয়। – আহমদ, আবু দাউদ ও দারেমী
وَعَنْ مُعَاوِيَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَنْقَطِعُ الْهِجْرَةُ حَتَّى يَنْقَطِع التَّوْبَةُ وَلَا تَنْقَطِعُ التَّوْبَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ

হাদীসের ব্যাখ্যা:

'হিজরত' অর্থে এখানে শিরক ত্যাগ করিয়া ঈমানের দিকে অথবা দ্বীনের পক্ষে ক্ষতিকর স্থান ত্যাগ করিয়া নিরাপদ স্থানের দিকে আসাকে বুঝান হইয়াছে। অন্যথায় মক্কা হইতে মদীনায় হিজরত ৮ম হিজরীতে মক্কা বিজয়ের পরই বন্ধ হইয়া গিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৩৪৬ | মুসলিম বাংলা