মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩৪৫
২. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্ষমা ও তাওবাহ্
২৩৪৫। হযরত সাফওয়ান ইবনে আসসাল (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ তাআলা তওবার জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলিয়া রাখিয়াছেন, যাহার প্রশস্ততা সত্তর বছরের পথ, যাবৎ না সূর্য ঐদিক হইতে উদিত হইবে উহা বন্ধ করা হইবে না। আর ইহাই হইল কোরআনে আল্লাহ্ আযযাও জাল্লার কওল, “যেদিন তোমার প্রভুর কোন এক নিদর্শন পৌঁছিবে, সেদিন কাহাকেও তাহার ঈমান কাজ দিবে না, যে ইহার পূর্বে ঈমান আনে নাই।” (সূরা আনআম, আয়াত ১৫৮।) — তিরমিযী ও ইবনে মাজাহ্
وَعَنْ صَفْوَانَ بْنِ عَسَّالٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ تَعَالَى جَعَلَ بِالْمَغْرِبِ بَابًا عَرْضُهُ مَسِيرَةُ سَبْعِينَ عَامًا لِلتَّوْبَةِ لَا يُغْلَقُ مَا لم تطلع عَلَيْهِ الشَّمْسُ مِنْ قِبَلِهِ وَذَلِكَ قَوْلُ اللَّهِ عَزَّ وَجَلَّ: (يَوْمَ يَأْتِي بَعْضُ آيَاتِ رَبِّكَ لَا يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قبل)

رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

‘কোন এক নিদর্শন'—অর্থাৎ, পশ্চিম দিক হইতে সূর্য উদিত হওয়া। ইহার পর কাহারও তওবা ও ঈমান কবুল করা হইবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান