মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩১৭
১. তৃতীয় অনুচ্ছেদ - তাসবীহ (সুবহা-নাল্ল-হ), তাহমীদ (আল হাম্‌দুলিল্লা-হ), তাহলীল (লা- ইলা-হা ইল্লাল্ল-হ) ও তাকবীর (আল্ল-হু আকবার)- বলার সাওয়াব
২৩১৭। হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ) বলেন, একদা এক বেদুইন আসিয়া রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট বলিল, হুযুর! আমাকে দোআ-কালাম সম্পর্কে একটি কথা শিখাইয়া দিন যাহা আমি পড়িতে পারি। তিনি বলিলেনঃ বল তুমি, “আল্লাহ্ ব্যতীত কোন মা'বূদ নাই, তিনি এক, তাঁহার কোন শরীক নাই, আল্লাহ্ বহু বড়, আল্লাহর জন্য বহু প্রশংসা, আমি পবিত্রতা ঘোষণা করি আল্লাহর যিনি জগতসমূহের প্রতিপালক, কাহারও কোন উপায় বা শক্তি নাই আল্লাহ্ ভিন্ন, যিনি প্রতাপান্বিত ও প্রজ্ঞাবান।” সে বলিল, হুযূর ইহা তো হইল আমার প্রভুর জন্য (প্রশংসা) আমার জন্য কি ? তখন তিনি বলিলেন, বল তুমি, “আল্লাহ্ তুমি আমাকে ক্ষমা কর, দয়া কর, হেদায়ত কর, আমাকে রিযিক দাও ও আমাকে শান্তিতে রাখ!” রাবী সন্দেহ করিয়াছেন, শেষ শব্দ হুযূরের কথার মধ্যে আছে কিনা। — মুসলিম
عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: عَلِّمْنِي كَلَامًا أَقُولُهُ قَالَ: «قُلْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا وَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ» . فَقَالَ فَهَؤُلَاءِ لِرَبِّي فَمَا لِي؟ فَقَالَ: «قُلِ اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي وَعَافِنِي» . شَكَّ الرَّاوِي فِي «عَافِنِي» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৩১৭ | মুসলিম বাংলা