মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৩১৮
১. তৃতীয় অনুচ্ছেদ - তাসবীহ (সুবহা-নাল্ল-হ), তাহমীদ (আল হাম্দুলিল্লা-হ), তাহলীল (লা- ইলা-হা ইল্লাল্ল-হ) ও তাকবীর (আল্ল-হু আকবার)- বলার সাওয়াব
২৩১৮। হযরত আনাস (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) একটি পাতা-শুষ্ক গাছের নিকট পৌঁছিলেন এবং আপন লাঠি দ্বারা উহাকে আঘাত করিলেন। ইহাতে উহার পাতা ঝরিতে লাগিল। তখন তিনি বলিলেনঃ 'আলহামদুলিল্লাহ্,' 'সুবহানাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর' – বান্দার গোনাহকে ঝরাইয়া দেয় যেভাবে ঐ গাছের পাতা ঝরিতেছে। —তিরমিযী। তিনি বলেন, হাদীসটি গরীব।
وَعَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى شَجَرَةٍ يَابِسَةِ الْوَرَقِ فَضَرَبَهَا بِعَصَاهُ فَتَنَاثَرَ الْوَرَقُ فَقَالَ: «إِنَّ الْحَمْدُ لِلَّهِ وَسُبْحَانَ اللَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ تُساقطُ ذُنوبَ العَبدِ كَمَا يتَساقطُ وَرَقُ هَذِهِ الشَّجَرَةِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ. وَقَالَ: هَذَا حديثٌ غَرِيب
