মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩১৬
১. দ্বিতীয় অনুচ্ছেদ - তাসবীহ (সুবহা-নাল্ল-হ), তাহমীদ (আল হাম্‌দুলিল্লা-হ), তাহলীল (লা- ইলা-হা ইল্লাল্ল-হ) ও তাকবীর (আল্ল-হু আকবার)- বলার সাওয়াব
২৩১৬। হযরত ইয়ুসায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি ছিলেন মুহাজির নারীদের অন্তর্গত— তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদিগকে বলিলেনঃ তোমরা 'সুবহানাল্লাহ্', 'লা ইলাহা ইল্লাল্লাহ্' ও 'সুবহানাল মালিকিল কুদ্দুস'—বলিবে এবং অঙ্গুলীসমূহে গুণিবে। কেননা, উহাদিগকে কেয়ামতে জিজ্ঞাসা করা হইবে ও বলার শক্তি দেওয়া হইবে এবং তোমরা গাফেল হইবে না—যাহাতে তোমরা আল্লাহর রহমত হইতে বিস্মৃত হও। —তিরমিযী ও আবু দাউদ
وَعَنْ يُسَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا وَكَانَتْ مِنَ الْمُهَاجِرَاتِ قَالَتْ: قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُنَّ بِالتَّسْبِيحِ وَالتَّهْلِيلِ وَالتَّقْدِيسِ واعقِدْنَ بالأناملِ فإِنهنَّ مسؤولات مُسْتَنْطَقَاتٌ وَلَا تَغْفُلْنَ فَتَنْسَيْنَ الرَّحْمَةَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান