মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩১১
১. দ্বিতীয় অনুচ্ছেদ - তাসবীহ (সুবহা-নাল্ল-হ), তাহমীদ (আল হাম্‌দুলিল্লা-হ), তাহলীল (লা- ইলা-হা ইল্লাল্ল-হ) ও তাকবীর (আল্ল-হু আকবার)- বলার সাওয়াব
২৩১১। হযরত সা'দ ইবনে আবু ওয়াককাস (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি একদা নবী করীম (ﷺ)-এর সাথে একটি স্ত্রীলোকের নিকট পৌঁছিলেন। তখন স্ত্রীলোকটির সম্মুখে কতক খেজুর বিচি অথবা বলিয়াছেন কাঁকর ছিল, যাহার দ্বারা সে তসবীহ গুণিতেছিল। হুযুর বলিলেন, আমি কি তোমাকে বাতলাইব না যাহা ইহা অপেক্ষা তোমার পক্ষে সহজ অথবা বলিয়াছেন উত্তম? তাহা হইতেছে এইরূপ বলা, 'সুবহানাল্লাহ্' অর্থাৎ, আল্লাহর পবিত্রতা—যে পরিমাণ তিনি আসমানে মখলুক সৃষ্টি করিয়াছেন, 'সুবহানাল্লাহ্'—যে পরিমাণ তিনি যমীনে মখলুক সৃষ্টি করিয়াছেন, 'সুবহানাল্লাহ্' – যে পরিমাণ উহাদের মধ্যখানে রহিয়াছে এবং 'সুবহানাল্লাহ্’–যে পরিমাণ তিনি ভবিষ্যতে সৃষ্টি করিবেন সে পরিমাণ। আল্লাহু আকবর' —উহার অনুরূপ, আলহামদু লিল্লাহ্’– উহার অনুরূপ, 'লা ইলাহা ইল্লাল্লাহ্’—উহার অনুরূপ এবং 'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ্'ও উহার অনুরূপ। —তিরমিযী ও আবু দাউদ। তিরমিযী বলেন, হাদীসটি গরীব।
وَعَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّهُ دَخَلَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى امْرَأَةٍ وَبَيْنَ يَدَيْهَا نَوًى أَوْ حَصًى تُسَبِّحُ بِهِ فَقَالَ: «أَلَا أُخْبِرُكَ بِمَا هُوَ أَيْسَرُ عليكِ مِنْ هَذَا أَوْ أَفْضَلُ؟ سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي السَّمَاءِ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي الْأَرْضِ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا بَيْنَ ذَلِكَ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا هُوَ خَالِقٌ وَاللَّهُ أَكْبَرُ مِثْلَ ذَلِكَ وَالْحَمْدُ لِلَّهِ مِثْلَ ذَلِكَ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ مِثْلَ ذَلِكَ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ مِثْلَ ذَلِكَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيث غَرِيب

হাদীসের ব্যাখ্যা:

'উহার অনুরূপ'—অর্থাৎ, পরবর্তীগুলিতেও পূর্বটির ন্যায় 'যে পরিমাণ, যে পরিমাণ' করিয়া বলিবে। ইহা তোমার হাযার হাযার লাখ লাখ গুণিয়া পড়ার সমান হইবে। দানা বা তসবীহতে গুণিয়া কত পড়িবে?
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৩১১ | মুসলিম বাংলা