মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩১২
১. দ্বিতীয় অনুচ্ছেদ - তাসবীহ (সুবহা-নাল্ল-হ), তাহমীদ (আল হাম্‌দুলিল্লা-হ), তাহলীল (লা- ইলা-হা ইল্লাল্ল-হ) ও তাকবীর (আল্ল-হু আকবার)- বলার সাওয়াব
২৩১২। আমর ইবনে শোআইব তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে বর্ণনা করেন যে, তাঁহার দাদা বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি সকালে একশত বার ও বৈকালে একশত বার 'সুবহানাল্লাহ্' বলিবে, সে তাঁহার ন্যায় হইবে, যে একশত হজ্জ করিয়াছে। যে ব্যক্তি সকালে একশত বার ও বৈকালে একশত বার 'আল্‌হামদু লিল্লাহ্' বলিবে, সে তাঁহার ন্যায় হইবে, যে একশত ঘোড়ায় একশত মুজাহিদ রওয়ানা করিয়া দিয়াছে। যে ব্যক্তি সকালে একশত বার ও বৈকালে একশত বার 'লা ইলাহা ইল্লাল্লাহ্' বলিবে, সে তাঁহার ন্যায় হইবে, যে ইসমাঈল বংশীয় একশত দাস মুক্ত করিয়াছে এবং যে সকালে একশত বার ও বৈকালে একশত বার 'আল্লাহু আকবর' বলিবে, সে দিন তাহার অপেক্ষা অধিক সওয়াবের কাজ আর কেহ করিতে পারিবে না—অবশ্য সেই ব্যক্তি ব্যতীত, যে এইরূপ বলিয়াছে বা ইহা অপেক্ষা বেশী বলিয়াছে। — তিরমিযী। তিনি বলিয়াছেন, হাদীসটি হাসান গরীব।
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ سَبَّحَ اللَّهَ مِائَةً بِالْغَدَاةِ وَمِائَةً بِالْعَشِيِّ كَانَ كَمَنْ حَجَّ مِائَةَ حَجَّةٍ وَمَنْ حَمِدَ اللَّهَ مِائَةً بِالْغَدَاةِ وَمِائَةً بِالْعَشِيِّ كَانَ كَمَنْ حَمَلَ عَلَى مِائَةِ فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ وَمَنْ هَلَّلَ اللَّهَ مِائَةً بِالْغَدَاةِ وَمِائَةً بِالْعَشِيِّ كَانَ كَمَنْ أَعْتَقَ مِائَةَ رَقَبَةٍ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ وَمَنْ كَبَّرَ اللَّهَ مِائَةً بِالْغَدَاةِ وَمِائَةً بِالْعَشِيِّ لَمْ يَأْتِ فِي ذَلِكَ الْيَوْمِ أَحَدٌ بِأَكْثَرِ مِمَّا أَتَى بِهِ إِلَّا مَنْ قَالَ مِثْلَ ذَلِكَ أَوْ زَادَ عَلَى مَا قَالَ. رَوَاهُ التِّرْمِذِيُّ. وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৩১২ | মুসলিম বাংলা