মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৩১০
১. দ্বিতীয় অনুচ্ছেদ - তাসবীহ (সুবহা-নাল্ল-হ), তাহমীদ (আল হাম্দুলিল্লা-হ), তাহলীল (লা- ইলা-হা ইল্লাল্ল-হ) ও তাকবীর (আল্ল-হু আকবার)- বলার সাওয়াব
২৩১০। হযরত আবু সায়ীদ খুদরী ও আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে বলে—'লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর'—অর্থাৎ, আল্লাহ্ ব্যতীত কোন মা'বূদ নাই এবং আল্লাহ্ অতি মহান—আল্লাহ্ তাহার সমর্থন করিয়া বলেন, হ্যাঁ, আমি ব্যতীত কোন মা'বুদ নাই এবং আমি অতি মহান। আর যখন সে বলে, 'লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারীকা লাহু' – অর্থাৎ, আল্লাহ্ ব্যতীত কোন মা'বূদ নাই, তিনি এক, তাঁহার কোন শরীক নাই— আল্লাহ্ বলেন, হ্যাঁ, আমি ব্যতীত কোন মা'বূদ নাই, আমি একা, আমার কোন শরীক নাই। আর যখন সে বলে, 'লা ইলাহা ইল্লাল্লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু’ অর্থাৎ, আল্লাহ্ ব্যতীত কোন উপাস্য নাই, তাঁহারই রাজ্য ও তাঁহারই প্রশংসা। আল্লাহ্ বলেন, হ্যাঁ, আমি ব্যতীত কোন উপাস্য নাই, আমারই রাজ্য এবং আমারই প্রশংসা। আর যখন সে বলে, 'লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ্’– অর্থাৎ, আল্লাহ্ ব্যতীত কোন মা'বূদ নাই এবং আল্লাহর সাহায্য ছাড়া কাহারও কোন উপায় ও শক্তি নাই—আল্লাহ্ বলেন, হ্যাঁ, আমি ব্যতীত কোন মা'বূদ নাই এবং আমার সাহায্য ছাড়া কাহারও কোন উপায় ও শক্তি নাই। আর হুযূর ইহাও বলিতেন, ইহা যে আপন রোগে বলিবে, অতঃপর মরিয়া যাইবে, তাহাকে দোযখের আগুন খাইবে না। – তিরমিযী ও ইবনে মাজাহ্
وَعَنْ أَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ صَدَّقَهُ رَبُّهُ قَالَ: لَا إِلَهَ إِلَّا أَنَا وَأَنَا أَكْبَرُ وَإِذَا قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ يَقُولُ اللَّهُ: لَا إِلَهَ إِلَّا أَنَا وَحْدِي لَا شَرِيكَ لِي وَإِذَا قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ قَالَ: لَا إِلَهَ إِلَّا أَنَا لِيَ الْمُلْكُ وَلِيَ الْحَمْدُ وَإِذَا قَالَ: لَا إِلَهَ إِلَّا الله وَلَا وحول وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ قَالَ: لَا إِلَهَ إِلَّا أَنَا لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِي وَكَانَ يَقُولُ: «مَنْ قَالَهَا فِي مَرَضِهِ ثُمَّ مَاتَ لَمْ تَطْعَمْهُ النَّارُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْن مَاجَه
