মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২২৯৯
- যাবতীয় দোয়া-যিক্‌র
১. প্রথম অনুচ্ছেদ - তাসবীহ (সুবহা-নাল্ল-হ), তাহমীদ (আল হাম্‌দুলিল্লা-হ), তাহলীল (লা- ইলা-হা ইল্লাল্ল-হ) ও তাকবীর (আল্ল-হু আকবার)- বলার সাওয়াব
২২৯৯। হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ) বলেন, একদা আমরা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। এ সময় তিনি বলিলেন, তোমাদের কেহ কি দৈনিক এক হাযার নেকী অর্জন করিতে অক্ষম? তাহার সাথে বসা কেহ বলিল, হুযূর, কীরূপে আমাদের কেহ এক হাযার নেকী অর্জন করিতে পারিবে? তখন তিনি বলিলেন: সে দৈনিক একশত বার 'সুবহানাল্লাহ্' বলিবে। ইহাতে তাহার জন্য (একে দশ করিয়া) এক হাযার নেকী লেখা হইবে অথবা তাহার এক হাযার গোনাহ মাফ করা হইবে। —মুসলিম।
আর মুসলিম শরীফে মুসা জুহানীর সমস্ত রেওয়ায়তে أَوْ يُحَطُّ শব্দ আছে অর্থাৎ, উহাতে عنه শব্দটি নাই। তবে আবু বকর বারকানী বলেন, শোবা, আৰু আওয়ানা এবং ইয়াহইয়া ইবনে সায়ীদ কাত্তান মুসা জুহানী হইতে যেসব রেওয়ায়ত করিয়াছেন উহাতে তাহারা ويحُطُّ অর্থাৎ الف ছাড়া রেওয়ায়ত করিয়াছেন। হুমাইদীর কিতাবেও অনুরূপ রহিয়াছে।
كتاب الدعوات
وَعَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ: قَالَ: كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَيَعْجِزُ أَحَدُكُمْ أَنْ يَكْسِبَ كُلَّ يَوْمٍ أَلْفَ حَسَنَةٍ؟» فَسَأَلَهُ سَائِلٌ مِنْ جُلَسَائِهِ: كَيْفَ يَكْسِبُ أَحَدُنَا أَلْفَ حَسَنَةٍ؟ قَالَ: «يُسَبِّحُ مِائَةَ تَسْبِيحَةٍ فَيُكْتَبُ لَهُ أَلْفُ حَسَنَةٍ أَوْ يُحَطُّ عَنهُ ألفُ خطيئةٍ» . رَوَاهُ مُسلم

وَفِي كِتَابه: فِي جَمِيعِ الرِّوَايَاتِ عَنْ مُوسَى الْجُهَنِيِّ: «أَوْ يُحَطُّ» قَالَ أَبُو بكر البرقاني وَرَوَاهُ شُعْبَةُ وَأَبُو عَوَانَةَ وَيَحْيَى بْنُ سَعِيدٍ الْقطَّان عَن مُوسَى فَقَالُوا: «ويحُطُّ» بِغَيْر ألف هَكَذَا فِي كتاب الْحميدِي

হাদীসের ব্যাখ্যা:

‘একে দশ করিয়া' – কোরআনে রহিয়াছে, “যে একটি নেকী করিবে তাহার জন্য উহার দশ গুণ পুরস্কার রহিয়াছে।”
tahqiqতাহকীক:তাহকীক চলমান