মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২২৭৯
১. তৃতীয় অনুচ্ছেদ - আল্লাহ সুবহানাহূ ওয়াতাআলার জিকির ও তাঁর নৈকট্য লাভ
২২৭৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে বুসর (রাঃ) বলেন, এক ব্যক্তি বলিল, ইয়া রাসূলাল্লাহ্! ইসলামের (নফলী) বিধি-বিধান আমার উপর অনেক। আমাকে সংক্ষেপে কিছু বলিয়া দিন যাহা আমি সর্বদা ধরিয়া থাকিতে পারি। হুযূর (ﷺ) বলিলেনঃ তবে তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহর যিকিরের সাথে থাকে। – তিরমিযী ও ইবনে মাজাহ্। তিরমিযী বলেন, হাদীসটি হাসান ও গরীব।
وَعَن عبد الله بن يسر: أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ شَرَائِعَ الْإِسْلَامِ قَدْ كَثُرَتْ عَلَيَّ فَأَخْبِرْنِي بِشَيْءٍ أَتَشَبَّثُ بِهِ قَالَ: لَا يَزَالُ لِسَانُكَ رَطْبًا بِذكر اللَّهِ)

رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيث حسن غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২২৭৯ | মুসলিম বাংলা