মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২২৮০
১. তৃতীয় অনুচ্ছেদ - আল্লাহ সুবহানাহূ ওয়াতাআলার জিকির ও তাঁর নৈকট্য লাভ
২২৮০। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করা হইল, কেয়ামতের দিন আল্লাহর নিকট বান্দাদের মধ্যে কে শ্রেষ্ঠ ও অধিক মর্যাদাবান হইবে? তিনি বলিলেনঃ আল্লাহর যিকিরকারী পুরুষ ও নারী। আবার তাহাকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহর রাস্তায় জেহাদকারী অপেক্ষাও কি ? তিনি বলিলেন, হ্যাঁ, যদি সে আপন তরবারি দ্বারা কাফের ও মুশরিকদিগকে কাটে এমন কি তাহার তরবারি ভাঙ্গিয়া যায়, আর সে নিজে রক্তাক্ত হয়, তাহা হইতেও আল্লাহর যিকিরকারী শ্রেষ্ঠ ও মর্যাদাবান। —আহমদ ও তিরমিযী। তিনি বলেন, হাদীসটি গরীব।
وَعَنْ أَبِي سَعِيدٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ: أَيُّ الْعِبَادِ أَفْضَلُ وَأَرْفَعُ دَرَجَةً عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ؟ قَالَ: «الذَّاكِرُونَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتُ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ وَمِنَ الْغَازِي فِي سَبِيلِ اللَّهِ؟ قَالَ: «لَوْ ضَرَبَ بِسَيْفِهِ فِي الْكُفَّارِ وَالْمُشْرِكِينَ حَتَّى يَنْكَسِرَ وَيَخْتَضِبَ دَمًا فَإِنَّ الذَّاكِرَ لِلَّهِ أَفْضَلُ مِنْهُ دَرَجَة» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَقَالَ التِّرْمِذِيّ: هَذَا حَدِيث حسن غَرِيب

হাদীসের ব্যাখ্যা:

এ জাতীয় হাদীসসমূহ জেহাদের ফযীলত সম্পৰ্কীয় সহীহ্ হাদীসের বিপরীত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২২৮০ | মুসলিম বাংলা