মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২২৭৮
১. তৃতীয় অনুচ্ছেদ - আল্লাহ সুবহানাহূ ওয়াতাআলার জিকির ও তাঁর নৈকট্য লাভ
২২৭৮। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, একদা আমীর মুআবিয়া (রাঃ) মসজিদের এক বৃত্তাকার মজলিসে পৌঁছিলেন এবং তাহাদিগকে বলিলেন, আপনারা কি কাজে এখানে বসিয়া আছেন ? তাঁহারা বলিলেন, আমরা আল্লাহর যিকির করিতেছি। তিনি বলিলেন, খোদার শপথ করিয়া বলুন— আপনারা এখানে এছাড়া অন্য কাজে বসেন নাই তো? তাঁহারা বলিলেন, খোদার শপথ করিয়া বলিতেছি— আমরা এখানে অন্য কোন কাজে বসি নাই। অতঃপর তিনি বলিলেন, জানিয়া রাখুন—আমি আপনাদের প্রতি অবিশ্বাস করিয়া আপনাদিগকে শপথ করাই নাই। রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আমার মত মর্যাদাবান কোন সাহাবী আমার ন্যায় এত কম হাদীস আর কেহ বর্ণনা করেন নাই। (শুনুন একটি হাদীস) একদা রাসূলুল্লাহ্ (ﷺ) ঘর হইতে বাহির হইয়া তাহার সাহাবীদের এক মজলিসে পৌঁছিলেন এবং বলিলেনঃ আপনারা এখানে কি কাজে বসিয়া আছেন ? তাঁহারা বলিলেন, আমরা এখানে বসিয়া আল্লাহর যিকির করিতেছি এবং তিনি যে আমাদিগকে ইসলামের প্রতি হেদায়ত করিয়াছেন ও আমাদের প্রতি এহ্সান করিয়াছেন তাহার কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি। তখন হুযূর বলিলেনঃ আপনারা খোদার শপথ করিয়া বলিতে পারেন কি আপনারা এখানে ইহা ছাড়া অন্য কোন কাজে বসেন নাই? তাঁহারা বলিলেন, আমরা খোদার শপথ করিয়া বলি যে, আমরা ইহা ছাড়া অন্য কাজে বসি নাই। তখন হুযূর বলিলেন, শুনুন, আপনাদের প্রতি অবিশ্বাসবশতঃ আমি আপনাদিগকে শপথ করাই নাই; বরং ব্যাপার এই যে, এখন হযরত জিবরাঈল (আঃ) আসিয়া আমাকে সংবাদ দিলেন, আপনাদেরে লইয়া আল্লাহ্ তা'আলা তাঁহার ফিরিশতাদের নিকট গর্ব করিতেছেন। —মুসলিম
عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: خَرَجَ مُعَاوِيَةُ عَلَى حَلْقَةٍ فِي الْمَسْجِدِ فَقَالَ: مَا أَجْلَسَكُمْ؟ قَالُوا: جَلَسْنَا نَذْكُرُ اللَّهَ قَالَ: آللَّهِ مَا أَجْلَسَكُمْ إِلَّا ذَلِكَ؟ قَالُوا: آللَّهِ مَا أَجْلَسَنَا غَيْرُهُ قَالَ: أما إِنِّي لم أستحلفكم تُهْمَة لكم وَمَا كَانَ أَحَدٌ بِمَنْزِلَتِي مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقَلَّ عَنْهُ حَدِيثًا مِنِّي وَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلَى حَلْقَةٍ مِنْ أَصْحَابِهِ فَقَالَ: «مَا أَجْلَسَكُمْ هَاهُنَا» قَالُوا: جَلَسْنَا نَذْكُرُ اللَّهَ وَنَحْمَدُهُ عَلَى مَا هَدَانَا لِلْإِسْلَامِ وَمَنَّ بِهِ علينا قَالَ: آالله مَا أجلسكم إِلَّا ذَلِك؟ قَالُوا: آالله مَا أَجْلَسَنَا إِلَّا ذَلِكَ قَالَ: «أَمَا إِنِّي لَمْ أَسْتَحْلِفْكُمْ تُهْمَةً لَكُمْ وَلَكِنَّهُ أَتَانِي جِبْرِيلُ فَأَخْبَرَنِي أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُبَاهِي بِكُمُ الْمَلَائِكَة» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
হযরত মুআবিয়া জ্ঞানী ব্যক্তি ও ওহীর লিখক ছিলেন। তাঁহার ভগ্নী হযরত উম্মে হাবীবা (রাঃ) উম্মুল মু'মিনীন ছিলেন বিধায় তিনি হুযূরের ঘরে বেশী যাতায়াত করিতেন। ইহা তাহার হুযূরের নিকট মর্যাদা লাভের কারণ।
