মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২২৫৬
তৃতীয় অনুচ্ছেদ
২২৫৬। (তাবেয়ী) ইকরিমা হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন, আল্লাহর নিকট সওয়াল বা কিছু চাওয়ার নিয়ম হইল, তুমি তোমার দুই হাত তোমার কাধ পর্যন্ত অথবা উহার কাছাকাছি উঠাইবে, এস্তেগফার বা ক্ষমা প্রার্থনার নিয়ম হইল, তুমি তোমার একটি অঙ্গুলী (শাহাদত অঙ্গুলী) দ্বারা ইশারা করিবে এবং ফরিয়াদ করার নিয়ম হইল, তুমি তোমার পূর্ণ হাত প্রসারিত করিবে। অপর এক বর্ণনায় আছে, তিনি বলিয়াছেন, ফরিয়াদ করা হইল এইরূপ, অতঃপর তিনি আপন দুই হাত উপরের দিকে উঠাইলেন এবং হাতের ভিতর দিককে আপন চেহারার দিকে রাখিলেন। –আবু দাউদ
وَعَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: الْمَسْأَلَةُ أَنْ تَرْفَعَ يَدَيْكَ حَذْوَ مَنْكِبَيْكَ أَوْ نَحْوِهِمَا وَالِاسْتِغْفَارُ أَنْ تُشِيرَ بِأُصْبُعٍ وَاحِدَةٍ وَالِابْتِهَالُ أَنْ تَمُدَّ يَدَيْكَ جَمِيعًا
وَفِي رِوَايَةٍ قَالَ: والابتهالُ هَكَذَا وَرَفَعَ يَدَيْهِ وَجَعَلَ ظُهُورَهُمَا مِمَّا يَلِي وَجْهَهُ. رَوَاهُ أَبُو دَاوُ
وَفِي رِوَايَةٍ قَالَ: والابتهالُ هَكَذَا وَرَفَعَ يَدَيْهِ وَجَعَلَ ظُهُورَهُمَا مِمَّا يَلِي وَجْهَهُ. رَوَاهُ أَبُو دَاوُ
