মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২২৫৭
তৃতীয় অনুচ্ছেদ
২২৫৭। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি বলিয়াছেন, (দো'আতে সিনার উপরে) তোমাদের হাত উঠানো বেদআত। রাসূলুল্লাহ্ (ﷺ) কখনও সিনা বরাবরের অধিক উঠান নাই। – আহমদ
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ يَقُولُ: إِنَّ رَفْعَكُمْ أَيْدِيَكُمْ بِدْعَةٌ مَا زَادَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى هَذَا يَعْنِي إِلَى الصَّدْر رَوَاهُ أَحْمد
হাদীসের ব্যাখ্যা:
'অধিক উঠান নাই' – অর্থাৎ, সাধারণতঃ অধিক উঠান নাই। সুতরাং তোমাদের সর্বদা অধিক উঠানোর চেষ্টা করা বেদআত। হুযূর আরাফার দিনে সিনা বরাবর হাত জোড় করিয়া দোআ করিয়াছেন বলিয়াও কোন কোন রেওয়ায়তে আছে। (মিরকাত)
