মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২২৫৫
- যাবতীয় দোয়া-যিক্‌র
তৃতীয় অনুচ্ছেদ
২২৫৫। হযরত সায়েব ইবনে ইয়াযীদ আপন পিতা ইয়াযীদ হইতে বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) যখন হাত উঠাইয়া দোআ করিতেন, তখন হাত দ্বারা চেহারা মাসেহ করিতেন। —উপরোক্ত হাদীস তিনটি বায়হাকী দা'ওয়াতুল কবীরে বর্ণনা করিয়াছেন।
كتاب الدعوات
وَعَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا دَعَا فَرفع يَدَيْهِ مَسَحَ وَجْهَهُ بِيَدَيْهِ

رَوَى الْبَيْهَقِيُّ الْأَحَادِيثَ الثَّلَاثَة فِي «الدَّعْوَات الْكَبِير»
tahqiqতাহকীক:তাহকীক চলমান