মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২২৫৪
তৃতীয় অনুচ্ছেদ
২২৫৪। হযরত সাহল ইবনে সা'দ (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) আপন অঙ্গুলী কাঁধ বরাবর করিয়া দো'আ করিতেন।
وَعَن سهل بن سَعْدٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: كَانَ يَجْعَل أصبعيه حذاء مَنْكِبَيْه وَيَدْعُو
হাদীসের ব্যাখ্যা:
'অঙ্গুলী কাঁধ বরাবর'—অর্থাৎ, হাত সিনা বরাবর রাখিতেন, যাহাতে হাতের অঙ্গুলী কাঁধের উপরে উঠিত না।
