মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২২৫৩
- যাবতীয় দোয়া-যিক্‌র
তৃতীয় অনুচ্ছেদ
২২৫৩। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) দোআতে আপন হাত উঠাইতেন, এমন কি তাঁহার বগলের শুভ্রতা পর্যন্ত দেখা যাইত।
كتاب الدعوات
وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْفَعُ يَدَيْهِ فِي الدُّعَاءِ حَتَّى يُرى بياضُ إبطَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

বড় বালা-মুসীবতের সময়ই তিনি হাত অধিক উপরে উঠাইতেন যাহাতে বগল দেখা যাইত। কখনও কাঁধ বরাবর এবং সাধারণতঃ সিনা বরাবরই উঠাইতেন। কিন্তু ফরয নামাযের পর হাত উঠাইয়া দো'আ করিতেন বলিয়া কোন সহীহ হাদীসে নাই, তবে এই বিশেষ ক্ষেত্রে না হইলেও হুযূর দো'আতে হাত উঠাইতেন এই হিসাবেই ইহাতেও হাত উঠাইয়া দো'আ করার প্রচলন হইয়া পড়িয়াছে। কিন্তু মক্কা-মদীনাতে এখনও ফরয নামাযের পর হাত উঠাইয়া দোআ করা হয় না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান