মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২২৫২
তৃতীয় অনুচ্ছেদ
২২৫২। সাবেত বুনানীর মুরসাল বর্ণনায় অধিক রহিয়াছে, এমন কি তাঁহার নিকট নিমকও ভিক্ষা করে, এমন কি আপন জুতার দোয়ালীও ভিক্ষা করে, যখন উহা ছিঁড়িয়া যায়। – তিরমিযী
زَادَ فِي رِوَايَةٍ عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ مُرْسَلًا «حَتَّى يَسْأَلَهُ الْمِلْحَ وَحَتَّى يَسْأَلَهُ شِسْعَهُ إِذَا انْقَطع» . رَوَاهُ التِّرْمِذِيّ
