মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২২২৪
প্রথম অনুচ্ছেদ
২২২৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ হে খোদা! আমি তোমার নিকট একটি অঙ্গীকার চাহিতেছি যাহার তুমি কখনও বর খেলাফ করিবে না। আমি তো মানুষ, সুতরাং আমি যে কোন মু'মিনকে কষ্ট দিয়াছি, গালি দিয়াছি, অভিশাপ দিয়াছি বা মারিয়াছি, উহাকে তুমি তাহার জন্য আশীর্বাদ, পবিত্রতা ও তোমার নৈকট্য লাভের কারণস্বরূপ কর, যারা তুমি কেয়ামতের দিন তাহাকে আপন নিকটে করিবে। – মোত্তাঃ
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ إِنِّي اتَّخَذْتُ عِنْدَكَ عَهْدًا لَنْ تُخْلِفَنِيهِ فَإِنَّمَا أَنَا بَشَرٌ فَأَيُّ الْمُؤْمِنِينَ آذَيْتُهُ شَتَمْتُهُ لَعَنْتُهُ جَلَدْتُهُ فَاجْعَلْهَا لَهُ صَلَاةً وَزَكَاةً وَقُرْبَةً تُقَرِّبُهُ بِهَا إِلَيْكَ يَوْم الْقِيَامَة»
