মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২২২৫
প্রথম অনুচ্ছেদ
২২২৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: যখন তোমাদের কেহ দোআ করে, সে যেন না বলে যে, হে খোদা আমাকে মাফ কর যদি তুমি চাহ, আমার প্রতি দয়া কর যদি তুমি চাহ, আমাকে রিযিক দাও যদি তুমি চাহ বরং সে যেন দৃঢ়তার সহিত পেশ করে প্রার্থনা। তিনি যাহা ইচ্ছা তাহা করেন, তাহাকে বাধা দিবার কেহই নাই। -বুখারী
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا دَعَا أَحَدُكُمْ فَلَا يقُلْ: اللهُمَّ اغفِرْ لي إِنْ شِئتَ ارْحمْني إِنْ شِئْتَ ارْزُقْنِي إِنْ شِئْتَ وَلِيَعْزِمْ مَسْأَلَتَهُ إِنَّه يفعلُ مَا يَشَاء وَلَا مكره لَهُ . رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২২২৫ | মুসলিম বাংলা