মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২২১২
২. প্রথম অনুচ্ছেদ - কিরাআতের ভিন্নতা ও কুরআন সংকলন প্রসঙ্গে
২২১২। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, আমি এক ব্যক্তিকে কোর আন পড়িতে শুনিলাম, অথচ আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহার অন্যরূপ পড়িতে শুনিয়াছি। সুতরাং আমি তাহাকে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লইয়া গেলাম এবং উহা জানাইলাম। তখন আমি তাঁহার চেহারায় বিরক্তির ভাব লক্ষ্য করিলাম। তিনি বলিলেনঃ তোমাদের উভয়ই শুদ্ধ। সুতরাং তোমরা ইহা লইয়া বিবাদ করিও না। কেননা, তোমাদের পূর্ববর্তীরা বিবাদ-বিসম্বাদে লিপ্ত হইয়াছে, ফলে ধ্বংস হইয়াছে।
—বুখারী
—বুখারী
وَعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَجُلًا قَرَأَ وَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ خِلَافَهَا فَجِئْتُ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ فَعَرَفْتُ فِي وَجهه الْكَرَاهِيَة فَقَالَ: «كِلَاكُمَا مُحْسِنٌ فَلَا تَخْتَلِفُوا فَإِنَّ مَنْ كَانَ قبلكُمْ اخْتلفُوا فهلكوا» . رَوَاهُ البُخَارِيّ
