মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২২০১
১. দ্বিতীয় অনুচ্ছেদ - (কুরআন অধ্যয়ন ও তিলাওয়াতের আদব)
২২০১। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি তিন দিনের কমে কোরআন পড়িয়াছে সে কোরআন বুঝে নাই। —তিরমিযী, আবু দাউদ ও দারেমী
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَمْ يَفْقَهْ مَنْ قَرَأَ الْقُرْآنَ فِي أَقَلَّ مِنْ ثَلَاث» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد والدارمي

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল যে, কোরআন বুঝিয়া পড়াই আসল পড়া। কোরআন খতমে তিন দিনের কম এবং ৪০ দিনের অধিক লাগানো ঠিক নহে। সাত দিন হইতে ত্রিশ দিন পর্যন্ত সময় হইল কোরআন খতমের মধ্যম সময়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২২০১ | মুসলিম বাংলা