মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২২০২
১. দ্বিতীয় অনুচ্ছেদ - (কুরআন অধ্যয়ন ও তিলাওয়াতের আদব)
২২০২। হযরত ওকবা ইবনে আমের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ প্রকাশ করিয়া কোরআন পাঠক প্রকাশ্যে খয়রাতকারীর ন্যায়, আর চুপে কোরআন পাঠক চুপে খয়রাতকারীর ন্যায়। —তিরমিযী, আবু দাউদ ও নাসায়ী। তিরমিযী বলেন, হাদীসটি হাসান গরীব।
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْجَاهِرُ بِالْقُرْآنِ كالجاهر بِالصَّدَقَةِ ولامسر بِالْقُرْآنِ كَالْمُسِرِّ بِالصَّدَقَةِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ

হাদীসের ব্যাখ্যা:

নফল খয়রাত চুপে করাই উত্তম। প্রকাশ্যে রিয়াকারীর সম্ভাবনা থাকে। সুতরাং কোরআন তেলাওয়াতও চুপে করাই উত্তম, যদি প্রকাশের পক্ষে কোন সঙ্গত কারণ না থাকে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান