মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২২০০
১. দ্বিতীয় অনুচ্ছেদ - (কুরআন অধ্যয়ন ও তিলাওয়াতের আদব)
২২০০। হযরত সা'দ ইবনে ওবাদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কোরআন শিক্ষা করিয়া ভুলিয়া গিয়াছে, কেয়ামতের দিন সে অঙ্গহীনরূপে আল্লাহর সাথে সাক্ষাৎ করিবে। —আবু দাউদ ও দারেমী
وَعَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «مَا من امْرِئٍ يَقْرَأُ الْقُرْآنَ ثُمَّ يَنْسَاهُ إِلَّا لَقِيَ اللَّهَ يَوْمَ الْقِيَامَةِ أَجْذَمَ» . رَوَاهُ أَبُو دَاوُدَ والدارمي
হাদীসের ব্যাখ্যা:
'অঙ্গহীন'—মূলে 'আজযাম' শব্দ রহিয়াছে, যাহার অর্থ কুষ্ঠ রোগী, অঙ্গহীন ব্যক্তি। এখানে প্রথম অর্থও হইতে পারে। কোরআন পড়িয়া ভুলিয়া যাওয়া উহার প্রতি অমনোযোগিতার কারণেই হইয়া থাকে, তাই উহা কবীরা গোনাহর অন্তর্গত।
