মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২১৮৭
১. প্রথম অনুচ্ছেদ - (কুরআন অধ্যয়ন ও তিলাওয়াতের আদব)
২১৮৭। হযরত আবু মুসা আশআরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন তোমরা কোরআনের প্রতি সদা লক্ষ্য রাখিবে। তাহার কসম, যাঁহার হাতে আমার জীবন রহিয়াছে, নিশ্চয় কোরআন রশিতে বাধা উট অপেক্ষাও অধিক পলায়নপর। —মোত্তাঃ
بَابٌ [اٰدٰبُ التِّلَاوَةِ وَدُرُوْسُ الْقُرْاٰنِ]
عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَعَاهَدُوا الْقُرْآنَ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَهْوَ أَشَدُّ تَفَصِّيًا مِنَ الْإِبِلِ فِي عُقُلِهَا»
হাদীসের ব্যাখ্যা:
'পাঠ' — (تلاوة) শব্দের অর্থ আবৃত্তি করা, পড়া ইত্যাদি। এখানে ইহার অর্থ পুনঃ পুনঃ পাঠ করা, দৈনিক নিয়মিত পাঠ করা। ইহার জন্য রাতের সময়ই উত্তম। কোরআন ও হাদীসে রাত্রির উল্লেখ অধিক রহিয়াছে।
অর্থ না বুঝিয়া পাঠ করার মধ্যেও সওয়াব রহিয়াছে বটে; কিন্তু কোরআনের অর্থ বুঝা এবং উহাতে চিন্তা-গবেষণা করার জন্য কোরআন ও হাদীসে বহু তাকীদ রহিয়াছে। ইহাকে কোরআন ও হাদীসের ভাষায় 'তাদাব্বুর' বলে। কোরআনে রহিয়াছেঃ
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَىٰ قُلُوبٍ أَقْفَالُهَا
“তাহারা কি কোরআনে 'তাদাব্বুর' করে না নাকি তাহাদের অন্তরে তালা লাগানো হইয়াছে?” ( সূরা মুহাম্মদ)
হাদীসে রহিয়াছে “এবং তাদাব্বুর কর উহাতে যাহা রহিয়াছে তাহাতে।” (অধ্যায়ের শেষ হাদীস।)
‘রশিতে বাঁধা উট'—অর্থাৎ, রশিতে উট যেরূপ আটক থাকিতে চায় না, রশি ছিঁড়িয়া পালাইতে চায় তদপেক্ষাও অধিক।
অর্থ না বুঝিয়া পাঠ করার মধ্যেও সওয়াব রহিয়াছে বটে; কিন্তু কোরআনের অর্থ বুঝা এবং উহাতে চিন্তা-গবেষণা করার জন্য কোরআন ও হাদীসে বহু তাকীদ রহিয়াছে। ইহাকে কোরআন ও হাদীসের ভাষায় 'তাদাব্বুর' বলে। কোরআনে রহিয়াছেঃ
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَىٰ قُلُوبٍ أَقْفَالُهَا
“তাহারা কি কোরআনে 'তাদাব্বুর' করে না নাকি তাহাদের অন্তরে তালা লাগানো হইয়াছে?” ( সূরা মুহাম্মদ)
হাদীসে রহিয়াছে “এবং তাদাব্বুর কর উহাতে যাহা রহিয়াছে তাহাতে।” (অধ্যায়ের শেষ হাদীস।)
‘রশিতে বাঁধা উট'—অর্থাৎ, রশিতে উট যেরূপ আটক থাকিতে চায় না, রশি ছিঁড়িয়া পালাইতে চায় তদপেক্ষাও অধিক।
