মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১৮৬
তৃতীয় অনুচ্ছেদ
২১৮৬। (তাবেয়ী) হযরত হাসান (বসরী) মুরসালরূপে বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি রাতে একশতটি আয়াত পড়িবে, কোরআন তাহার বিরুদ্ধে অভিযোগ করিবে না ঐ রাতে। আর যে ব্যক্তি রাতে দুইশত আয়াত পড়িবে তাহার জন্য লেখা হইবে এক রাত্রির এবাদত। আর যে ব্যক্তি রাতে পাঁচশত হইতে হাযার আয়াত পর্যন্ত পড়িবে, সে ভোরে উঠিয়া এক 'কিন্তার' সওয়াব দেখিবে। তাহারা জিজ্ঞাসা করিল, হুযূর, 'কিন্তার' কি? তিনি বলিলেন, ১২ হাজার (দীনার পরিমাণ ওজন)। —দারেমী
وَعَنِ الْحَسَنِ مُرْسَلًا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَرَأَ فِي لَيْلَةٍ مِائَةَ آيَةٍ لَمْ يُحَاجِّهِ الْقُرْآنُ تِلْكَ اللَّيْلَةَ وَمَنْ قَرَأَ فِي لَيْلَةٍ مِائَتَيْ آيَةٍ كُتِبَ لَهُ قُنُوتُ لَيْلَةٍ وَمَنْ قَرَأَ فِي لَيْلَةٍ خَمْسَمِائَةً إِلَى الْأَلْفِ أَصْبَحَ وَلَهُ قِنْطَارٌ مِنَ الْأَجْرِ» . قَالُوا: وَمَا الْقِنْطَارُ؟ قَالَ: «اثْنَا عَشَرَ ألفا» . رَوَاهُ الدِّرَامِي

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, ভোরে উঠিয়া সে সওয়াবের ঢের দেখিতে পাইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২১৮৬ | মুসলিম বাংলা