মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১৮৫
তৃতীয় অনুচ্ছেদ
২১৮৫। (তাবেয়ী) হযরত সায়ীদ ইবনে মুসাইয়্যাব মুরসালরূপে নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ যে দশবার 'কুল হুওয়াল্লাহু আহাদ' পড়িবে, তাহার জন্য বেহেশতে একটি বালাখানা তৈয়ার করা হইবে, যে বিশবার পড়িবে তাহার জন্য বেহেশতে দুইটি বালাখানা তৈয়ার করা হইবে, আর যে ত্রিশবার পড়িবে তাহার জন্য বেহেশতে তিনটি বালাখানা তৈয়ার করা হইবে। ইহা শুনিয়া হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) বলিলেন, খোদার কসম, ইয়া রাসূলাল্লাহ্! তবে তো আমরা বহু বালাখানা লাভ করিব। হুযূর (ﷺ) বলিলেন, আল্লাহর রহমত ইহা অপেক্ষাও অধিক প্রশস্ত। (ইহাতে বিস্ময়ের কিছুই নাই হে ওমর!) —দারেমী
وَعَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ مُرْسَلًا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَرَأَ (قل هُوَ الله أحد)

عشر مَرَّات بني لَهُ بِهَا قَصْرٌ فِي الْجَنَّةِ وَمَنْ قَرَأَ عِشْرِينَ مَرَّةً بُنِي لَهُ بِهَا قَصْرَانِ فِي الْجَنَّةِ وَمَنْ قَرَأَهَا ثَلَاثِينَ مَرَّةً بُنِيَ لَهُ بِهَا ثَلَاثَةُ قُصُورٍ فِي الْجَنَّةِ» . فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ: وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِذَا لَنُكَثِّرَنَّ قُصُورَنَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُ أَوْسَعُ من ذَلِك» . رَوَاهُ الدَّارمِيّ

হাদীসের ব্যাখ্যা:

হযরত ওমর (রাঃ) এ জন্য বিস্ময় প্রকাশ করেন নাই যে, আল্লাহ্ এত বেহেশত কোথা হইতে দিবেন; বরং এ জন্য বিস্ময় প্রকাশ করিয়াছিলেন যে, আল্লাহ্ আমাদের এত অল্প কাজে এত অধিক সওয়াব দিবেন! হুযূর (ﷺ) বলিলেন, তোমাদের প্রতি আল্লাহর রহমত ইহা অপেক্ষাও অধিক।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২১৮৫ | মুসলিম বাংলা