মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২১৮৮
১. প্রথম অনুচ্ছেদ - (কুরআন অধ্যয়ন ও তিলাওয়াতের আদব)
২১৮৮। হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন। কাহারও এইরূপ বলা কি জঘন্য কথা যে, আমি কোরআনের অমুক অমুক আয়াত ভুলিয়া গিয়াছি। বরং সে যেন বলে তাহাকে ভুলানো হইয়াছে। তোমরা পুনঃ পুনঃ কোরআন ইয়াদ করিবে। কেননা, উহা মানুষের অন্তর হইতে চতুষ্পদ জন্তু অপেক্ষাও অধিক পলায়নপর। —বুখারী ও মুসলিম। কিন্তু মুসলিম বাড়াইয়া বলিয়াছেন, রশিতে বাঁধা চতুষ্পদ জন্তু।
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: بئس مالأحدهم أَنْ يَقُولَ: نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ بَلْ نُسِّيَ وَاسْتَذْكِرُوا الْقُرْآنَ فَإِنَّهُ أَشَدُّ تَفَصِّيًا مِنْ صُدُورِ الرِّجَالِ مِنَ النَّعَمِ . مُتَّفَقٌ عَلَيْهِ. وَزَادَ مُسلم: «بعقلها»
