মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১৬৫
তৃতীয় অনুচ্ছেদ
২১৬৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ স্পষ্ট ও শুদ্ধ করিয়া পড় কোরআন এবং অনুসরণ কর উহার ‘গারায়েব'-এর ; আর উহার 'গারায়েব' হইল ফারায়েয ও হুদুদ ।
اَلْفَصْلُ الثَّالِثُ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْرِبُوا الْقُرْآنَ وَاتَّبِعُوا غَرَائِبَهُ وَغَرَائِبُهُ فَرَائِضُهُ وَحُدُودُهُ» . رَوَاهُ الْبَيْهَقِيّ فِي شعب الْإِيمَان

হাদীসের ব্যাখ্যা:

ব্যাখ্যাকার তীবীর মতে 'ফারায়য' অর্থে এখানে উত্তরাধিকার আইন আর ‘হুদুদ' অর্থে আহকাম অর্থাৎ, আদেশ-নিষেধকে বুঝান হইয়াছে। অথবা 'ফারায়েয' অর্থে আহকাম এবং 'হুদুদ' অর্থে গূঢ় রহস্যকেই বুঝান হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান