মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১৬৪
দ্বিতীয় অনুচ্ছেদ
২১৬৪। হযরত ওকবা ইবনে আমের (রাঃ) বলেন, একবার আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! (বিপদ হইতে রক্ষার ব্যাপারে) আমি কি সূরা হুদ পড়িব, না সূরা ইউসূফ ? তিনি বলিলেনঃ এ ব্যাপারে সূরা 'কুল আউযু বিরাব্বিল ফালাক' অপেক্ষা আল্লাহর নিকট উত্তম কোন সূরা তুমি কখনও পড়িতে পারিবে না। – আহমদ, নাসায়ী ও দারেমী
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَقْرَأُ سُورَةَ (هُودٍ)

أَوْ سُورَةَ (يُوسُفَ)

؟ قَالَ: لَنْ تَقْرَأَ شَيْئًا أَبْلَغَ عِنْدَ اللَّهِ مِنْ (قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ)

رَوَاهُ أَحْمد وَالنَّسَائِيّ والدارمي
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২১৬৪ | মুসলিম বাংলা