মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১৫৪
দ্বিতীয় অনুচ্ছেদ
২১৫৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেন, একবার নবী করীম (ﷺ)-এর কোন এক সাহাবী একটি কবরের উপর আপন তাঁবু খাটাইলেন। তিনি জানিতেন না যে, উহা একটি কবর, হঠাৎ তিনি দেখেন—উহাতে একটি লোক সূরা 'তাবারা কাল্লাযী বিয়াদিহিল মুলক' পড়িতেছে, এমন কি উহা শেষ করিয়া ফেলিয়াছে। অতঃপর তিনি নবী করীম (ﷺ)-এর নিকট আসিলেন এবং তাঁহাকে এই সংবাদ জানাইলেন। নবী করীম (ﷺ) বলিলেনঃ ইহা হইতেছে (আযাব হইতে) বাধাদানকারী এবং মুক্তিদানকারী, যাহা পাঠককে আল্লাহর আযাব হইতে মুক্তি দিয়া থাকে। —তিরমিযী ইহা বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন যে, হাদীসটি গরীব।
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: ضَرَبَ بَعْضِ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خِبَاءَهُ عَلَى قَبْرٍ وَهُوَ لَا يَحْسَبُ أَنَّهُ قَبْرٌ فَإِذَا فِيهِ إِنْسَان يَقْرَأُ سُورَةَ (تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ)

حَتَّى خَتَمَهَا فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هِيَ الْمَانِعَةُ هِيَ الْمُنْجِيَةُ تُنْجِيهِ مِنْ عَذَابِ الْقَبْر» . رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ: هَذَا حَدِيث غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২১৫৪ | মুসলিম বাংলা