মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১৫৫
দ্বিতীয় অনুচ্ছেদ
২১৫৫। হযরত জাবের (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) যাবৎ না 'সূরা আলিফ-লাম-মীম তানযীল' ও 'সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক' পড়িতেন, নিদ্রা যাইতেন না। –আহমদ, তিরমিযী ও দারেমী। তিরমিযী বলিয়াছেন, হাদীসটি সহীহ্ । শরহুস সুন্নায়ও এইরূপ রহিয়াছে। 'মাসাবীহ্' কিতাবে ইহাকে গরীব বলা হইয়াছে।
وَعَنْ جَابِرٌ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَنَامُ حَتَّى يَقْرَأَ: (آلم تَنْزِيل)

و (تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ)

رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَالدَّارِمِيُّ

وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ صَحِيحٌ. وَكَذَا فِي شرح السّنة. وَفِي المصابيح

হাদীসের ব্যাখ্যা:

'আলিফ-লাম-মীম তানযীল' – ইহাকে সূরা সজদা বলে। ২১ পারা – উতলু মা ঊহিয়া
tahqiqতাহকীক:তাহকীক চলমান