মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২১৫৩
দ্বিতীয় অনুচ্ছেদ
২১৫৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কোরআন পাকে ত্রিশ আয়াতের একটি সূরা আছে, যাহা এক ব্যক্তির জন্য সুপারিশ করিয়াছে, ফলে তাহাকে মাফ করিয়া দেওয়া হইয়াছে। সেই সূরাটি হইতেছে 'তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক।' – আহমদ, তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ্
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ سُورَةً فِي الْقُرْآنِ ثَلَاثُونَ آيَةً شَفَعَتْ لِرَجُلٍ حَتَّى غُفِرَ لَهُ وَهِيَ: (تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ)
رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَه
رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
এ ব্যক্তি সর্বদা সূরা মুলক তিলাওয়াত করতেন এবং তার যথাযথ মর্যাদা প্রদান করতেন। লোকটি মৃত্যুবরণ করলে এ সূরাটি তার জন্য সুপারিশ করে ফলে আল্লাহ তা‘আলা তার ‘আযাব দূর করে দেন, আর হুযূর ইহা অবগত হইয়াছেন অথবা তিনি মে'রাজে এইরূপ ঘটনা দেখিয়াছেন। ইহাকে সূরা ‘মুলক্' বলে। ২৯ পারা – তাবারাকাল্লায়ী। 'ত্রিশ আয়াতের সূরা'—ইহাতে বুঝা গেল যে, নাযিলের সাথে সাথেই আয়াতসমূহ গণা-পড়া হইয়া যাইত এবং উহার তরতীব বা ক্রমও ঠিক হইয়া যাইত
