মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২১৪৫
দ্বিতীয় অনুচ্ছেদ
২১৪৫। হযরত নোমান ইবনে বশীর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা আসমান ও যমীন সৃষ্টি করার দুই হাযার বছর পূর্বে একটি কিতাব লিখিয়াছেন, যাহা হইতে (পরে) দুইটি আয়াত নাযিল করিয়া উহা দ্বারা সূরা বাকারা সমাপ্ত করিয়াছেন। এমন হইতে পারে না যে, কোন ঘরে উহা তিন রাত্রি পড়া হইবে আর তারপরও শয়তান উহার নিকটে যাইবে। – তিরমিযী ও দারেমী। কিন্তু তিরমিযী বলিয়াছেন, হাদীসটি গরীব।
وَعَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ كتب كتابا قبل أَن يخلق السَّمَوَات وَالْأَرْضَ بِأَلْفَيْ عَامٍ أَنْزَلَ مِنْهُ آيَتَيْنِ خَتَمَ بِهِمَا سُورَةَ الْبَقَرَةِ وَلَا تُقْرَآنِ فِي دَارٍ ثَلَاثَ لَيَالٍ فَيَقْرَبَهَا الشَّيْطَانُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالدَّارِمِيُّ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ غَرِيب
হাদীসের ব্যাখ্যা:
অপর হাদীসে আছে, আসমান-যমীন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ্ তা'আলা মাখলুকাতের তকদীর (লওহে মাহফুযে লিখিয়াছেন। উহাতে কোরআনও ছিল। সুতরাং এখানে সূরা বাকারার শেষ দুই আয়াত দুই হাজার বছর পূর্বে এবং সম্মুখে আবু হুরায়রার হাদীসে যে বলা হইয়াছে, সূরা ইয়াসীন এক হাজার বছর পূর্বে পড়া হইয়াছে বা লেখা হইয়াছে, ইহার অর্থ হইবে, পঞ্চাশ হাজার বছর পূর্বে সব লেখা হইয়াছে, আর ইহার কোনটি দুই হাজার এবং কোনটি এক হাজার বছর পূর্বে বিশেষ ফেরেশতাদলের নিকট প্রকাশ করা হইয়াছে অথবা পৃথকভাবে কোরআনরূপে পুনঃ লেখা হইয়াছে।
