মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১৪৪
দ্বিতীয় অনুচ্ছেদ
২১৪৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি সকালে সূরা হামীম আল-মু'মিন—'ইলাইহিল মাছীর' পর্যন্ত এবং আয়াতুল কুরসী পড়িবে, উহা দ্বারা তাহাকে হেফাযতে রাখা হইবে সন্ধ্যা পর্যন্ত, আর যে উহা সন্ধ্যায় পড়িবে, উহা দ্বারা তাহাকে হেফাযতে রাখা হইবে সকাল পর্যন্ত। — তিরমিযী ও দারেমী। কিন্তু তিরমিযী বলিয়াছেন, হাদীসটি গরীব।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ قَرَأَ (حم)

الْمُؤْمِنَ إِلَى (إِلَيْهِ الْمَصِيرُ)

وَآيَةَ الْكُرْسِيِّ حِينَ يُصْبِحُ حُفِظَ بِهِمَا حَتَّى يُمْسِيَ. وَمَنْ قَرَأَ بِهِمَا حِينَ يُمْسِي حُفِظَ بهما حَتَّى يصبح . رَوَاهُ التِّرْمِذِيّ والدرامي وَقَالَ التِّرْمِذِيّ هَذَا حَدِيث غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান