মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২১৪৩
দ্বিতীয় অনুচ্ছেদ
২১৪৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কোরআন শিক্ষা কর এবং উহা পড়িতে থাক। কোরআনের উপমা (অর্থাৎ,) যে উহা শিক্ষা করে, উহা পড়ে এবং উহা লইয়া রাতে নামাযে দাঁড়ায় তাহার উপমা মেশকে পূর্ণ থলির ন্যায়, যাহা সুগন্ধি ছড়ায় চারিদিকে। আর যে উহা শিক্ষা করে এবং পেটে উহা লইয়া রাত্রিতে ঘুমায়, তাহার উপমা ঐ মেশকে পূর্ণ থলির ন্যায় – যাহার মুখ বন্ধ করা হইয়াছে ঢাকনি দ্বারা। —তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ্
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَعَلَّمُوا الْقُرْآنَ فَاقْرَءُوهُ فَإِن مثل الْقُرْآن لمن تعلم وَقَامَ بِهِ كَمثل جراب محشو مسكا يفوح رِيحُهُ كُلَّ مَكَانٍ وَمَثَلُ مَنْ تَعَلَّمَهُ فَرَقَدَ وَهُوَ فِي جَوْفِهِ كَمَثَلِ جِرَابٍ أُوكِئَ عَلَى مسك» . رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
