মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২১৪২
দ্বিতীয় অনুচ্ছেদ
২১৪২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) একদা হযরত উবাই ইবনে কা'বকে জিজ্ঞাসা করিলেন, তুমি কিরূপে নামাযে কোরআন পড়? তিনি সূরা ফাতেহা পড়িয়া শুনাইলেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ কসম সেই খোদার, যাঁহার হাতে আমার জীবন—ইহার ন্যায় কোন সূরা না তওরাতে নাযিল হইয়াছে, না ইঞ্জিলে, না যবুরে আর না এই কোরআনে। ইহা হইল পুনরাবৃত্ত সপ্ত আয়াত এবং মহান কোরআন, যাহা আমাকে দেওয়া হইয়াছে। — তিরমিযী ইহা বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন, ইহা হাসান সহীহ্। আর দারেমী বর্ণনা করিয়াছেন, “ইহার ন্যায় কোন সূরা নাযিল হয় নাই”—পর্যন্ত। উহাতে শেষের দিক এবং উবাইর ঘটনা বর্ণনা করেন নাই।
اَلْفَصْلُ الثَّانِىْ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم قَالَ لِأُبَيِّ بْنِ كَعْبٍ: «كَيْفَ تَقْرَأُ فِي الصَّلَاةِ؟» فَقَرَأَ أُمَّ الْقُرْآنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا أنزلت فِي التَّوْرَاة وَلَا فِي الْإِنْجِيل وَلَا فِي الزبُور وَلَا فِي الْفرْقَان مِثْلُهَا وَإِنَّهَا سَبْعٌ مِنَ الْمَثَانِي وَالْقُرْآنُ الْعَظِيمُ الَّذِي أُعْطِيتُهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَرَوَى الدَّارِمِيُّ مِنْ قَوْلِهِ: «مَا أُنْزِلَتْ» وَلَمْ يَذْكُرْ أُبَيُّ بْنُ كَعْبٍ. وَقَالَ التِّرْمِذِيُّ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
