মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১৪৬
দ্বিতীয় অনুচ্ছেদ
২১৪৬। হযরত আবুদ্দরদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি সূরা কাহফের প্রথমের তিন আয়াত পড়িবে, তাহাকে দাজ্জালের ফেতনা হইতে নিরাপদে রাখা হইবে। —তিরমিযী। তিনি বলেন, হাদীসটি হাসান ও সহীহ্।
اَلْفَصْلُ الثَّانِىْ
وَعَن أبي الدَّرْدَاء قَالَ ك قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَرَأَ ثَلَاثَ آيَاتٍ مِنْ أَوَّلِ الْكَهْفِ عُصِمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

হাদীসের ব্যাখ্যা:

সূরার প্রথম হইতে “আবাদা” শব্দ পর্যন্ত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২১৪৬ | মুসলিম বাংলা