মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২১৩৯
দ্বিতীয় অনুচ্ছেদ
২১৩৯। হযরত মুআয জুহানী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কোরআন পাঠ করিয়াছে এবং উহাতে যাহা আছে তাহার সাথে আমল করিয়াছে, তাহার মাতা-পিতাকে কেয়ামতের দিন এমন একটি তাজ পরানো হইবে, যাহার কিরণ সূর্যের কিরণ অপেক্ষাও উজ্জ্বল হইবে, যদি সূর্য তোমাদের দুনিয়ার ঘরে তোমাদের মধ্যে থাকিত। এখন তাহার সম্পর্কে তোমাদের কি ধারণা যে উহার সাথে আমল করিয়াছে ? —আহমদ ও আবু দাউদ
وَعَن معَاذ الْجُهَنِيّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَرَأَ الْقُرْآنَ وَعَمِلَ بِمَا فِيهِ أُلْبِسَ وَالِدَاهُ تَاجًا يَوْمَ الْقِيَامَةِ ضَوْءُهُ أَحْسَنُ مِنْ ضَوْءِ الشَّمْسِ فِي بُيُوتِ الدُّنْيَا لَوْ كَانَتْ فِيكُمْ فَمَا ظَنُّكُمْ بِالَّذِي عَمِلَ بِهَذَا؟» . رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد
