মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২১৪০
- কুরআনের ফাযাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
২১৪০। হযরত ওকবা ইবনে আমের (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, কোরআন যদি চামড়ায় রাখা হয়, অতঃপর উহাকে আগুনে ঢালা হয়, উহা পোড়া যাইবে না। — দারেমী
كتاب فضائل القرآن
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَوْ جُعِلَ الْقُرْآنُ فِي إِهَابٍ ثُمَّ أُلْقِيَ فِي النَّار مَا احْتَرَقَ» . رَوَاهُ الدَّارمِيّ
হাদীসের ব্যাখ্যা:
চামড়ার মধ্যে কোরআন থাকার বরকতে যদি চামড়াই আগুনে না জ্বলিল, তবে যে সিনায় কোরআন থাকিবে, তাহা কি করিয়া দোযখে জ্বলিবে? কাহারও মতে চামড়া বা কোরআনের আগুনে না জ্বলা হুযূরের যমানারই একটি মু'জেযা ছিল। কিন্তু আমি দেখিয়াছি, দ্বিতীয় মহাসমরের সময় ফেনীতে জাপানী বোমায় আমাদের ঘর পুড়িয়া গিয়াছিল; কিন্তু একখানা চামড়ায় বাঁধানো কোরআন শরীফ অক্ষত ছিল। উহার কাছায় সামান্য দাগ পড়িয়াছিল মাত্র।