মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২১১৭
প্রথম অনুচ্ছেদ
২১১৭। হযরত বারা (রাঃ) বলেন, এক ব্যক্তি সূরা কাহফ পড়িতেছিল আর তাহার পার্শ্বে তাহার ঘোড়া বাধা ছিল দুইটি রশি দ্বারা। এসময় এক খণ্ড মেঘ তাহাকে ঢাকিয়া লইল এবং তাহার নিকট হইতে নিকটতর হইতে লাগিল আর তাহার ঘোড়া লাফাইতে লাগিল। সে যখন ভোরে উঠিল, তখন নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া উহার উল্লেখ করিল। তিনি বলিলেনঃ উহা ছিল রহমত—নামিয়া আসিয়াছিল কোরআনের কারণে। —মোত্তাঃ
وَعَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: كَانَ رَجُلٌ يَقْرَأُ سُورَةَ الْكَهْفِ وَإِلَى جَانِبِهِ حِصَانٌ مَرْبُوطٌ بِشَطَنَيْنِ فَتَغَشَّتْهُ سَحَابَةٌ فَجَعَلَتْ تَدْنُو وَتَدْنُو وَجَعَلَ فَرَسُهُ يَنْفِرُ فَلَمَّا أَصْبَحَ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ: «تِلْكَ السكينَة تنزلت بِالْقُرْآنِ»
হাদীসের ব্যাখ্যা:
'রহমত'—মূলে 'সাকীনাহ্' শব্দ রহিয়াছে, যাহার অর্থ শান্তি ও রহমত। অর্থাৎ, আল্লাহর রহমত মেঘরূপে নাযিল হইয়াছিল।
