মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২১০১
৯. প্রথম অনুচ্ছেদ - ইতিকাফ
২১০১। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, একদা হযরত ওমর (রাঃ) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, হুযূর। জাহেলিয়াত যুগে আমি এক রাত্রি মসজিদে হারামে এ'তেকাফ করিব বলিয়া মানস করিয়াছিলাম। হুযূর (ছাঃ) বলিলেনঃ তোমার মানস পূর্ণ কর। -মোত্তাঃ
وَعَنِ ابْنِ عُمَرَ: أَنَّ عُمَرَ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: كُنْتُ نَذَرْتُ فِي الْجَاهِلِيَّةِ أَنْ أَعْتَكِفَ لَيْلَةً فِي الْمَسْجِد الْحَرَام؟ قَالَ: «فأوف بِنَذْرِك»

হাদীসের ব্যাখ্যা:

অপর এক সহীহ্ রেওয়ায়তে আছে, 'একদিন' অর্থাৎ এক দিবা-রাত্রি এ'তেকাফ করার নিয়ত করিয়াছিলাম। এ হাদীস হইতে বুঝা গেল যে, ইসলাম গ্রহণের পূর্বে কেহ কোন ভাল কাজের নিয়ত করিলে ইসলাম গ্রহণের পর পূর্ণ করা উচিত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২১০১ | মুসলিম বাংলা