মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২১০০
৯. প্রথম অনুচ্ছেদ - ইতিকাফ
২১০০। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ'তেকাফ করিতেন, মসজিদে থাকিয়া আপন শির মোবারক আমার দিকে বাড়াইয়া দিতেন আর আমি উহা আচড়াইয়া দিতাম; কিন্তু তিনি মানাবীয় প্রয়োজন ব্যতীত কখনও ঘরে আসিতেন না। – মোত্তাঃ
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اعْتَكَفَ أَدْنَى إِلَيَّ رَأَسَهِ وَهُوَ فِي الْمَسْجِدِ فَأُرَجِّلُهُ وَكَانَ لَا يَدْخُلُ الْبَيْتَ إِلَّا لحَاجَة الْإِنْسَان

হাদীসের ব্যাখ্যা:

হুযুরের চুল মোবারক বাবড়ি ছিল; তাই উহার চিরুনী করার আবশ্যক হইত। এ হাদীস হইতে বুঝা গেল যে, এ'তেকাফকারীর পক্ষে মসজিদ হইতে আপন মাথা বাহির করা বা হাত পা বাহির করা ক্ষতিকর নহে। হুযুরের ঘর মসজিদের সংলগ্ন ছিল। সম্ভবতঃ তথায়ই পায়খানা প্রস্রাবের কোনরূপ ব্যবস্থা করা হইয়াছিল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২১০০ | মুসলিম বাংলা