মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০৯৯
- রোযার অধ্যায়
৯. প্রথম অনুচ্ছেদ - ইতিকাফ
২০৯৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কুরআন আবৃত্তি করা হইত প্রত্যেক বৎসর (রমযানে) একবার; কিন্তু যে বৎসর তিনি ইন্তেকাল করিলেন, সে বৎসর আবৃত্তি করা হইল দুইবার। তিনি প্রত্যেক বৎসর এতেকাফ করিতেন দশ দিন; কিন্তু যে বৎসর তিনি ইন্তেকাল করিলেন, সে বৎসর এ'তেকাফ করিলেন বিশ দিন। —বুখারী
كتاب الصوم
وَعَن أبي هُرَيْرَة قَالَ: كَانَ يعرض على النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقُرْآنَ كُلَّ عَامٍ مَرَّةً فَعَرَضَ عَلَيْهِ مَرَّتَيْنِ فِي الْعَامِ الَّذِي قُبِضَ وَكَانَ يَعْتَكِفُ كُلَّ عَامٍ عَشْرًا فَاعْتَكَفَ عِشْرِينَ فِي الْعَامِ الَّذِي قُبِضَ. رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

প্রথমে হযরত জিবরাঈল (আঃ) হুযুরকে আবৃত্তি করিয়া শুনাইতেন অতঃপর হুযূর তাঁহাকে শুনাইতেন। সুতরাং উভয় হাদীসের মধ্যে কোন বিরোধ নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান