মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০৯৮
৯. প্রথম অনুচ্ছেদ - ইতিকাফ
২০৯৮। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেন, দানের ব্যাপারে রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সর্বাপেক্ষা দরাজদিল। আর তাহার এই দরাজদিনী বাড়িয়া যাইত রমযানে সর্বাপেক্ষা অধিক। রমযানে প্রত্যেক রাতেই হযরত জিবরাঈল (আঃ) তাহার সহিত সাক্ষাৎ করিতেন এবং তিনি (নবী করীম) তাহাকে কুরআন পাক শুনাইতেন। যখন তাঁহার সহিত জিবরাঈল (আঃ) সাক্ষাৎ করিতেন, তাঁহার দান বর্ষণকারী বাতাস অপেক্ষাও বাড়িয়া যাইত। — মোত্তাঃ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ بِالْخَيْرِ وَكَانَ أَجْوَدَ مَا يَكُونُ فِي رَمَضَان وَكَانَ جِبْرِيلُ يَلْقَاهُ كُلَّ لَيْلَةٍ فِي رَمَضَانَ يَعْرِضُ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقُرْآنَ فَإِذَا لَقِيَهُ جِبْرِيلُ كَانَ أَجْوَدُ بِالْخَيْرِ مِنَ الرّيح الْمُرْسلَة

হাদীসের ব্যাখ্যা:

এ'তেকাফ অবস্থায়ই হুযূর তাঁহাকে কুরআন শুনাইতেন। এ কারণেই হাদীসটি এ অধ্যায়ে আনা হইয়াছে ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান